Table of Contents
Toggleঅ্যাডন ডোমেইন (addon domain) হল একটি ওয়েবসাইট ডোমেইন যা অ্যাকাউন্টের মাস্টার ডোমেইনের সাথে সংযুক্ত হয়ে থাকে। অ্যাডন ডোমেইন ব্যবহার করে একটি হোস্টিং অ্যাকাউন্টে একাধিক ওয়েবসাইট রাখা সম্ভব হয়, সেটা মাস্টার ডোমেইনের নামের সাথে আলাদা করে ইন্টারনেটে উপস্থাপন করা হয়। অ্যাডন ডোমেইনগুলো একই হোস্টিং অ্যাকাউন্টে অনেকগুলো ওয়েবসাইট চালানোর জন্য ব্যবহার করা হয়।
একটি অ্যাডন ডোমেইন কাজ করার সময়, সেটি মাস্টার ডোমেইনের সাবফোল্ডারে স্থাপিত হয় এবং একটি আলাদা ওয়েবসাইট হিসাবে পরিচালিত হয়। অ্যাডন ডোমেইনটি মাস্টার ডোমেইনের উপর নির্ভর করে স্থাপিত হয়, কিন্তু সেই ওয়েবসাইট সম্পর্কিত সমস্ত ফাইল এবং ডাটাবেস আলাদা রয়েছে। এটি মাস্টার ডোমেইনের সাথে স্বতন্ত্রভাবে ম্যানেজ করা যায় এবং অ্যাডন ডোমেইন মুল ডোমেইনের থেকে সংগ্রহিত রাখা হয়।
সি প্যানেল (cPanel) থেকে অ্যাডন ডোমেইন অ্যাড করতে নিম্নলিখিত ধাপগুলি অনুসরণ করতে পারেন:
সি প্যানেল এর সর্বশেষ ভার্সনে আগের মতো আলাদা ভাবে সাব ডোমেইন, অ্যাডঅন ডোমেইন এর আলাদা অপশন পাবেন না। এখন থেকে সব কিছু Domains সেকশন থেকে অ্যাড করতে হবে।
ডোমেইন সেকশনে আপনার ডোমেইন নামটি দেখতে পারবেন। ডান পাশে Create A New Domain এর অপশন পেয়ে যাবেন Create A New Domain অপশনে ক্লিক করুন।
Submit বা Submit And Create Another ক্লিক করুন যাতে অ্যাডন ডোমেইন অ্যাড হয়ে যায়।
এইভাবেই cPanel থেকে অ্যাডন ডোমেইন অ্যাড করতে পারবেন। তবে দয়া করে সঠিক কনফিগারেশন এবং হোস্টিং সেটিংস সম্পর্কে আপনার হোস্টিং প্রদানকারীর সাথে যোগাযোগ করুন যদি আপনি কোনো সমস্যায় পড়েন।
Copyright © 2025 HostSeba. All Rights Reserved.