হোস্টসেবাতে চালু হয়েছে নতুন বিকাশের পেমেন্ট সুবিধা। নতুন বিকাশের পেমেন্ট কমেছে খরচ মাত্র ১.৬% চার্জ। সাথে ঝামেলা কমলো বিকাশে পেমেন্ট করে এখন থেকে আর প্রয়োজন হবে না বার বার পেমেন্ট করার পর Trx আইডি দিয়ে পেমেন্ট ভেরিফাই করার। এখন থেকে আপনি চাইলে বিকাশের মাধ্যমে যে কোন পেমেন্ট করতে পারবেন খুব সহজেই। আর পেমেন্ট করলেই অটো ভেরিফাই হবে ইনভয়েস যা একদম সহজ। তাই প্রয়োজনে পেমেন্ট করুন বিকাশের। এতে কমবে ঝামেলা এবং সময়। কিভাবে পেমেন্ট করবেন তা নিচে দেয়া আছে। বিকাশ পেমেন্ট করতে পদ্ধতি ফলো করুন।
১। প্রথমে আপনার অ্যাকাউন্টে লগইন করে ইনভয়েস যান – ছবিতে দেখানো মতো।
২। এর পর আপনি যে ইনভয়েস বিকাশের মাধ্যমে পে করতে চান সেটি খুজে বের করুন – ছবিতে দেখানো মতো।
3। এর পর Payment Method থেকে বিকাশ সিলেল্ট করুন – ছবিতে দেখানো মতো।
৪। এর পর Pay With Bkash এখানে ক্লিক করুন – ছবিতে দেখানো মতো।
5। এর পর বিকাশের পেমেন্ট গেটওয়ে আসলে আপনার বিকাশের নাম্বারটি লিখুন যে নাম্বার নিয়ে আপনি পেমেন্ট করতে চান তার পর CONFIRM বাটনটি চাপুন – ছবিতে দেখানো মতো।
৬। এর পর আপনার বিকাশের নাম্বারটিতে একটি OTP কোড যাবে সেটি এখানে লিখুন তার পর CONFIRM বাটনটি চাপুন – ছবিতে দেখানো মতো।
৭। এর পর আপনার বিকাশের নাম্বার এর পিন কোড দিন তার পর CONFIRM বাটনটি চাপুন – ছবিতে দেখানো মতো।
আপনার পেমেন্ট বিকাশের সার্ভার থেকে সফল হতে একটু সময় লাগবে ততোক্ষণ অপেক্ষা করুন যতক্ষণ না পর্যন্ত অটোমেটিক আবার HostSeba ওয়েব সাইটে ফেরত আসে।
আপনার বিকাশ পেমেন্ট সফল হলে ইনভয়েস PAID দেখাবে। এই পর কোন সমস্যা হলে আমাদের সাপোর্ট টিম এর সাথে যোগাযোগ করুন।
ধন্যবাদ।
Copyright © 2025 HostSeba. All Rights Reserved.